ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

নলছিটিতে কৃষকদের মাঝে বীজ ও হুইল চেয়ার বিতরণ 

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৯, ৯ ডিসেম্বর ২০২০

ঝালকাঠির নলছিটিতে করোনায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক কৃষক ও প্রতিবন্ধীদের মাঝে ধানবীজ, হাঁসের বাচ্চা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। 

বুধবার সকাল ১১টায় গৌরিপাশা স্বাধীন বাংলা উন্নয়ন সংস্থার কার্যালয়ের সন্মুখে উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান কৃষক ও
কৃষানীদের হাতে ধানবীজ, হাঁসের বাচ্চা ও হুইল চেয়ার তুলে দেন। স্বাধীন বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পৌর কাউন্সিলর খান
জামাল উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে ধানবীজ, হাঁসের বাচ্চা ও হুইল চেয়ার কিনে বিতরণ করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য
খোন্দকার মজিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহামুদ আলম জোমাদ্দার বক্তব্য রাখেন। 

কাউন্সিলর খান জামাল উদ্দিন জানান, তিনি নিজেই একজন কৃষক, তাই কৃষকের প্রতি তাঁর ভালবাসা রয়েছে। করোনাকালে কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তিনি নিজের দুই একর জমির ধান কৃষকের মাঝে বিতরণের জন্য রেখে দেন। দুই শতাধিক কৃষককে জনপ্রতি ৭ কেজি করে বীজ ধান, ৬০ জন প্রতিবন্ধীকে ৫টি করে হাঁসের বাচ্চা এবং ৪ জন প্রতিবন্ধীকে ৪টি হুইল চেয়ার বিনামূল্যে বিতরণ করেন।
কে আই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি